প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৮:২৯ পি.এম
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিশিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশ নায়ক তারেক রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিশিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল হাসান রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তাহজিবুল ইসলাম তুষার,
সাংগঠনিক মিজানুর রহমান বাবলুপ্রমুখ।এছাড়াও কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন,সাবেক ছাত্র নেতা আল আমিন, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম আহমেদ রুবেল সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, “বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সংগঠিত করতে হবে। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে'।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)