দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে তাই জিততেই হবে। বিকল্প কোনো উপায় ছিল না। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।
ম্যাচ শেষে লিটন-শামীমদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘গ্রেট ইনিংস খেলেছেন শামীম। লিটন দাস দারুণ খেলেছেন। তবে শেষ দিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলেছে (জেম অব ইনিংস)।’
এ ছাড়া লিটনের ৭৬ রান করার পথে বারবার ক্যাচ মিস করা প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (লিটনের ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হয়েছে)। এরকম ব্যাপার হতেই পারে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই।’
লঙ্কান অধিনায়ক আসালঙ্কা পরে জানালেন কোথায় হেরেছে দল, আমরা হেরেছি খারাপ ব্যাটিং ও বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণে। আমি আগেও বলেছি, খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচটা হারিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে গেছে। এমন (মেন্ডিসের রানআউট) ঘটনা ক্রিকেটে হতেই পারে।
ম্যাচে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। এছাড়া শামীম পাটোয়ারী ২৭ বলে করেন ৪৮ রান। এদিন রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)