স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে লাগাতার আন্দোলনে আলোচিত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে সভাপতি- মো. পিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক- হৃদয় সরকারকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আরও আছে সিনিয়র সহ-সভাপতি- মাহফুজ আলম সুমদ্র সহ-সভাপতি- মো. হারিবুর রহমান (হারিব আদনান), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- হৃদয় গাজী যুগ্ম সাধারণ সম্পাদক- মো. বায়েজিদ বোস্তামী মনির, স্বপন মিয়া, আকাশ রায়, মীর সাব্বির রহমান, মো. সাব্বির হাসনাত রাব্বি, মোঃ আব্দুল মমিন সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান আবিদ দপ্তর সম্পাদক- মো. মেহেদী বিন হাসান ছাত্রী বিষয়ক সম্পাদক- আয়েশা ইয়াসমিন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- জাহিদ হাসান রনি।
কেন্দ্রীয় সংসদ নির্দেশনা দিয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পাঠাতে হবে। এই কমিটি ঘোষণার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি নতুন অধ্যায়ে প্রবেশ করল। দীর্ঘ সময় ধরে সংগঠনকে এগিয়ে নিতে যারা নীরবে কাজ করেছেন, তাদের ত্যাগ, অবদান ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।
রবি প্রতিষ্ঠার আট বছর পর অবশেষে ত্যাগী, সংগ্রামী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)