সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে স্কিলকোয়েস্ট প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট থেকে এটি শুরু হয়। যেখানে
কুইজ কনটেস্ট ও প্রেজেন্টেশন কনটেস্ট অন্তর্ভুক্ত ছিল।
বৃহস্পতিবার (২১আগষ্ট) দুপুরে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সেল অ্যান্ড জিন ক্লাব আয়োজিত সমাপনীতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা। অনুষ্ঠানের কনভেনার ছিলেন বিভাগের প্রধান ড. মো. তরিকুল ইসলাম।
কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে “এনজাইমস” দল, যার দলনেত্রী ছিলেন সাঞ্জিদা খাতুন (১৪তম ব্যাচ)। প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নুসরাত জাহান বুশরা (১৫তম ব্যাচ), দ্বিতীয় স্থান রাবেয়া সুলতানা বাধন (১৫তম ব্যাচ) এবং তৃতীয় স্থান আনিকা আনজুম রূপা (১৫তম ব্যাচ)। শেষে বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, প্রফেসর রণজিত কুমার শাহা, রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মতিউর রহমান, সেল অ্যান্ড জিন ক্লাবের সভাপতি ইকবাল হোসেন ইমন সহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকা উচিত নয়; দক্ষতা অর্জনের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক হবে। শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)