• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

কাঁদছে শহর, চারপাশে হাহাকার আর কান্নার রোল: শাকিব খান

/ ৫৭৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের মতোই ব্যথিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন তাদের অনুভূতি। তেমনি ক্ষতিগ্রস্তদের জন্য ধৈর্য ধারণের প্রার্থনা জানিয়ে অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

এদিন রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিত্রনায়ক লেখেন, ‘কাঁদছে শহর, চারপাশে হাহাকার আর কান্নার রোল! হাজারও মানুষ ও তাদের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র মাহে রমজানের দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া সকলকে মহান আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।’

এই আগে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভুভূতি প্রকাশ করেছেন মেহজাবীন, সাবিনা নূরসহ অনেক তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর