• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

/ ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক:
আইফোন, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল টিভিসহ বিভিন্ন পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম থেকে নিজেদের প্রযুক্তি সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করেছে অ্যাপল।

ম্যাশেবলের বরাতে স্টেলাফার্জের তথ্য অনুযায়ী, আইওএস ১১ থেকে আইওএস ১১.২. ৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না। তবে আইক্লাউড ব্যবহারের সুযোগ মিলবে। পুরোনো আইওএসের পাশাপাশি ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা যন্ত্রগুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না।

এদিকে পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে নিজেদের প্রযুক্তিসুবিধা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর