অনলাইন ডেস্ক:
আইফোন, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল টিভিসহ বিভিন্ন পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম থেকে নিজেদের প্রযুক্তি সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করেছে অ্যাপল।
ম্যাশেবলের বরাতে স্টেলাফার্জের তথ্য অনুযায়ী, আইওএস ১১ থেকে আইওএস ১১.২. ৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না। তবে আইক্লাউড ব্যবহারের সুযোগ মিলবে। পুরোনো আইওএসের পাশাপাশি ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা যন্ত্রগুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না।
এদিকে পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে নিজেদের প্রযুক্তিসুবিধা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল।