বেলকুচি মেয়রের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

/ ৫১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে মুকুন্দগাতী বাজারে বণিক সমিতির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।  


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকুন্দগাতী বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।  লিখিত বক্তব্যে তিনি বলেন, বনিক সমিতির সাথে পৌর মেয়রের সমন্বয়হীনতার অভাবে বাজারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।  এছাড়াও মেয়রের কিছু হঠকারী সিদ্ধান্তে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে বিপাকে পড়ছি।  ইতিপূর্বে বাজারের বেশকিছু বৈধ জায়গায় অবৈধভাবে মেয়র নোটিশ জারি করে তাদের স্থাপনা ভেঙে দেওয়ার পায়তারা করছে। যেটি কোনোভাবেই কাম্য নয়। এছাড়াও তিনি আরো বলেন ইতিপূর্বে হকার মার্কেট আছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা প্রশাসনের সহায়তা চাই। কিন্তু এ সময় দেখা যায় মেয়র মহোদয় উল্টো অপরাধকারীদের বাচানোর অপচেষ্টা করে। এছাড়াও আমাদের বণিক সমিতির সদস্যদের সাথে দিনে দুপুরে লোকসম্মুখে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি ও সম্মানহানির ঘটনা ঘটিয়েছে।  বণিক সমিতি সমবায় অফিস কর্তিক একটি নিবন্ধিত প্রতিষ্ঠান অথচ এই প্রতিষ্ঠানের নির্বাচনকে বানচাল করার জন্য মেয়র মহোদয় নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে। 


এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হাজী তোফাজ্জল প্রামানিক, সহ-সভাপতি মহর আলী প্রামানিক, পরিচালক মোহাম্মদ আলী, আব্দুল আলিম, মুকুল মোল্লা, রফিকুল ইসলাম সহ বণিক সমিতির সদস্যবৃন্দ।


এ বিষয়ে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সাথে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর