বেলকুচিতে দরিদ্র কৃষকের পাশে উপজেলা ছাত্রলীগ

/ ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষক মতিয়ারের দুই বিঘা ব্রি ২৯ ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছেন বেলকুচি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা
বৃহস্পতিবার সকাল থেকে দরিদ্র কৃষক বেলকুচির মুকুন্দগাতী গ্রামের কৃষক মতিয়ারের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

এ বারে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়া কৃষক মতিয়ার চাষাবাদ করা ধান ক্ষেত বেশ ভালো হয়েছে। ফলন আশানুরূপ মিলবে বলে বুক বেঁধেছেন ওই কৃষক। ইতোমধ্যে আবাদকৃত ধান কাটার উপযোগী হয়ে পড়ে। কিন্তু তিনি (কৃষক) আর্থিক শ্রমিক সংকটে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।

এ অবস্থায় বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে এলাকার লোকের মারফত বিষয়টি অবগত করেন অত পর ৮০-১০০ জন নেতাকর্মীরা জমিতে গিয়ে পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

এ সময় বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হোসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক সেখ ওয়ালী আসিফ ইনান এর নির্দেশে ক্রমে ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার কর্মসূচির আওতায় একজন অসহায় কৃষকের ধান কেটে, কৃষি বান্ধব সরকারের প্রতিনিধি, বেলকুচি উপজেলা ছাত্রলীগের পাশাপাশি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করেন এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখতে।


এ সময় কৃষক মতিয়ার বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর