• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

ভয়াবহ দুর্ঘটনায় ভোরেই সড়কে ঝড়ল ১৩ শ্রমিকের প্রাণ

/ ১৬১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

ডেস্ক নিউজ:
সিলেটের নজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ জুন) সকাল ৬টার দিকে সিলেটের নাজির বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিল একটি পিকআপভ্যান। সকাল ৬টার দিকে নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা ১৩ জন শ্রমিক নিহত হন।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গণমাধ্যমকে জানান, একটি বড় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর