হাফিজুল ইসলাম লস্করঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রেটার সাউদাম্পটনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার সাউদাম্পটন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাউদাম্পটন আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শামিম মিয়া ও সঞ্চালনা করেন
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সিলেট ল-কলেজ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ কোহিনুর আলম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।
আরো বক্তব্য রাখেন, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বড়লেখা থানা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সার্জন আলী, রাসেল
প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সযোগ্য নেতৃত্বে আমরা স্বাধীন পতাকা পেয়েছি, একটা দেশ এবং মানচিত্র পেয়েছি, আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে বিশ্বের মানচিত্রে আত্মমর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত জাতি হিসেবে পরিচিত, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার সুরক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।