• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন

যশোরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

/ ১১৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

দেবব্রত মন্ডল, যশোর প্রতিনিধি:

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান, সেলাই মেশিন বিতরণ, অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৮ আগস্ট) যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, মহিলা বিষয়ক অধিদফতরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যশোর জেলায় মোট ৬০ জনকে সেলাই মেশিন, ৪০ জনকে ২ হাজার টাকা করে সহায়তা ও ৭০ টি মহিলা সেচ্ছাসেবী সংগঠনকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর