• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন

স্প্যাম মেইল বন্ধ করবেন যেভাবে

/ ১৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

ডেস্ক নিউজ:
জিমেইল দিয়ে এখন সহজেই একাধিক জায়গায় সাবস্ক্রিপশন বা রেজিস্ট্রেশন করা যায়। তবে এমন কিছু করার মানেই স্প্যাম মেইল আসা। আর স্প্যামে ভর্তি ইনবক্স আপনার জন্য বিরক্তিকর। জরুরি অনেক মেইলও হারিয়ে যায় এর ভিড়ে। স্প্যাম মেইল থেকে দূরে থাকার জন্য কিছু কাজ করতে পারেন সহজেই।

স্প্যাম মেইলের বিরুদ্ধে অভিযোগ কিংবা নিবন্ধন বাতিল করুন। জি-ইেল স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম মেইল শনাক্ত করে দিতে সাহায্য করে। আপনি অভিযোগ জানালে ওই স্প্যাম মেইল আর আসবে না। আবার যে ওয়েবসাইট থেকে স্প্যাম মেইল আসছে সে ওয়েবসাইটে নিবন্ধন বাতিল করে দিলেও এই ভোগান্তি পোহাতে হবে না। স্প্যাম মেইল আলাদা করার জন্য জি-ইেলে আলাদা ফিল্টার অপশন রয়েছে। সেটা ব্যবহার করুন। এর জন্য প্রথমে জি-ইেলের সার্চ বারে আনসাবস্ক্রাইব লিখে সার্চ করতে হবে। এরপর অপ্রয়োজনীয় সব ই-মেইল নির্বাচনের পর তিনটি ডট মেনুতে ক্লিক করে ফিল্টার মেসেজেস লাইক দিস অপশন নির্বাচন করুন। এবার ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করে ডিলিট ইট অপশন নির্বাচন করলেই ফিল্টার করা সব ই-মেইল মুছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর