কাজিপুর প্রতিনিধি:
পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় আরচেস কর্তৃক সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়নের আওতাধীন মাইজবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সমৃদ্ধি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছ।
শনিবার আরচেস কাজিপুর এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আরচেস এর নির্বাহী পরিচালক আবিদা সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরচেস এর জোনাল ম্যানেজার,কাজিপুর জোন, মোঃ রবিউল আউয়াল তালুকদার
আরো উপস্থিত ছিলেন মাইজবাড়ী শাখার ম্যানেজার মোঃ আবু জামিল ফয়সাল আহমেদ , সহ আরচেস এর সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নযন কর্মকর্তা মোঃ সোহাগ মন্ডল । উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন আরচেস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরচেস ,সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী, পুষ্টিবিদ আব্দুর রাজ্জাক।
সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তা সহ সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে বর্ণিল ও প্রাণবন্ত। উক্ত অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির চলমান ৩২ টি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৮১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১৬২০ টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
টিপিএন২৪/ হৃদয়