
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া এবং তথ্য সাক্ষরতা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনলাইন বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মীর মোহাম্মদ আমজাদ হোসেন সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে বুধবার বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হোসেন রেজা, ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্লাব কো-অর্ডিনেটর প্রফেসর আবু তোরাব মো. হাসান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আহসানুল্লাহ হাবীব।
বিজ্ঞ বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন—
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহেদ আকন্দ, মেডিক্যাল ফিজিক্স বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মতিউর রহমান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ তিনটি ভিন্ন বিষয়ে বিতর্কে অংশ নেয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতা” বিষয়ক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ ও প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করছে ।
প্রথম গ্রুপের বিষয়: “বিশ্বাসী হও, কিন্তু যাচাই করে নাও... কারণ স্কিনের আড়ালে আজও রাত জাগে।”
বিজয়ী: আইন বিভাগের শিক্ষার্থী উম্মে ফারিহা।
দ্বিতীয় গ্রুপের বিষয়: “যন্ত্রযুগেও সে কেন খুলে রাখে শতদলের দুয়ার।”
বিজয়ী: ফার্মেসি বিভাগের শিক্ষার্থী হৃদিতা ইসলাম খান।
তৃতীয় গ্রুপের বিষয়: “আমি সেই হারানো খাতা, যার প্রতিটি পাতায় মানুষের হাতছানি।”
বিজয়ী: বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান শিফা।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন রোজিফা আক্তার, সহকারী অধ্যাপক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগ ও ইনচার্জ, মীর মোহাম্মদ আমজাদ হোসেন সেন্ট্রাল লাইব্রেরি। সঞ্চালনা করেন মো. তারেক খান, সভাপতি, ডিবেট ক্লাব।
রাত ৮টায় শুরু হয়ে ১০টায় শেষ হওয়া এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি পর্বে অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সকল বিতার্কিককে শুভকামনা জানান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)