
রাঙামাটিতে আগামী ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ ব্রিফিং প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন,দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এই আয়োজনকে সফল ও নিরাপদ করতে রাঙামাটি জেলা পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের অনুষ্ঠানও হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উদাহরণযোগ্য।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশ ও এপিবিএন ইউনিটের কর্মকর্তা-ফোর্স সদস্যবৃন্দ।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আসন্ন দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)