সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটীতে আদালতের নির্দেশ অমান্য করে দেয়াল নির্মান করে জায়গা দখল করে নেয়া হচ্ছে। আদালতের নির্দেশ অমান্য করায় ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। আদালতের নির্দেশ অমান্য করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না।
জানা যায়, বাগবাটী ইউনিয়নের বাগবাটী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাদত হোসেনের সাথে পার্শ্ববর্তী মৃত শফিকুল ইসলামের স্ত্রী মমতা খাতুন ও মেয়ে মোছা: ছনি খাতুন, বিথি খাতুন, শিলা খাতুন এবং মৃত আবু বক্কারের ছেলে রুহুল আমিনের ২২ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় শাহাদত হোসেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ও ১৪৫ ধারা অভিযোগ দায়ের করেন। শুনানী শেষে আদালত উভয়পক্ষকে বাগবাটী মৌজার ৩০৩ নং দাগের ২২ শতক জমিতে শান্তি-শৃঙখলা রক্ষায় ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। সদর থানা পুলিশ ২৮ অক্টোবর উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। কিন্তু বিবাদী মৃত শফিকুল ইসলামের স্ত্রী মমতা খাতুন ও মেয়ে মোছা: ছনি খাতুন, বিথি খাতুন, শিলা খাতুন এবং মৃত আবু বক্কারের ছেলে রুহুল আমিনের আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দেয়াল নির্মাণ করে জায়গা দখল করে নিচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং বড় ধরনের সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে দেয়াল নির্মাণ বন্ধ করে দেন। কিন্তু পুলিশ আসার পরও বিবাদীরা পুনরায় আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেয়াল নির্মাণ করছে। এ অবস্থায় আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগী শাহাদত হোসেন জানান, বিজ্ঞ আদালত যে নির্দেশনা প্রদান করেছেন আমরা তা মেনে চলেছি। কিন্তু বিবাদীগন আদালতের নির্দেশনা মানছেন না। পুলিশ যেন আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করে এটাই আমাদের প্রত্যাশা। পুলিশ কঠোর পদক্ষেপ নিলে বিবাগীগন আদালতের নির্দেশনা অমান্য করে দেয়াল নির্মাণ করতে পারবে না। এছাড়াও আদালত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক উভয়পক্ষকে নোটিশ প্রদান করেছে। এরপরও বিবাদীগন আদালতের নির্দেশনা অমান্য করে দেয়াল নির্মাণ করছে জানতে পেরে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। পুলিশ চলে আসার পর আবার নির্মান শুরু করেছে বলে জানতে পেরেছি। পুনরায় পুলিশ পাঠানো হবে। তারপরেও যদি আদালতের আদেশ অমান্য করে বিষয়টি পুনরায় আদালতকে অবহিত করা হবে। পরবর্তীতে আদালত যে নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়ন করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)