জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন। জনস্বার্থ বিবেচনায় জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। আর প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই যাত্রাবিরতির অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবরে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং বাংলাদেশ রেলওয়ের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি কার্যকর হওয়ার পর তিন মাসের আয়-ব্যয়ের হিসেব-নিকেস বিবেচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। সেক্ষেত্রে স্টেশনের রাজস্ব আদায় লাভজনক হলে এই যাত্রাবিরতি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)