সিরাজগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছে ব্বিাদীপক্ষ। আদালতের নির্দেশনা বাস্তবায়নকারী পুলিশও কোন ব্যবস্থা করছেন না। এতে বাদী পক্ষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষসহ আইনশৃংখলা অবনতির শঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার গোবিন্দপোটল গ্রামে।
জানা যায়, সদর উপজেলার গোবিন্দপোটল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হাবিবর রহমান প্রায় ৩১.২৫ শতক জায়গা ক্রয় করে দীর্ঘদিন যাবত বসতভিটা তুলে বসবাস করছে। কিছুদিন পুর্বে বিবাদী মৃত রমজান আলীর ছেলে আব্দুল কাদের, আব্দুল কাদেরের ছেলে তারেক, মৃত দুলাল ওরফে দুলার ছেলে আলী, আলীর ছেলে আতিক, রাকিব ও বাবুল হোসেনের ছেলে পারভেজ হাবিবরের ক্রয়কৃত জমিতে জোরপুর্বক দখল করে ঘর তোলেন। এ অবস্থায় হাবিবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারায় অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৪৪ ধারার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং ৬০দিন বিবাদীপক্ষকে উক্ত জমিতে প্রবেশে করতে বারিত করেন। অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ সদর থানাকে আদেশটি কার্যকর করার নির্দেশ প্রদান করেন। আদেশের কপি পুলিশ উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে অবহিত করেন। কিন্তু বিবাদীপক্ষ আব্দুল কাদের ও তার ছেলে তারেকসহ অন্যান্যরা আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ১৪৪ ধারা জারিকৃত জমিতে প্রবেশ করছে এবং বসবাস করছে। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের অবহেলার কারনে আদালতের আদেশ অমান্য করার প্রবনতা বাড়ছে।
এবিষয়ে বাদী হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, আদালতের নির্দেশনা অমান্য করায় আমরা হতাশ। পুলিশও কোন ব্যবস্থা গ্রহন করছে না। আমরা আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক উভয়পক্ষকে নোটিশ প্রদান করেছে। এরপরও বিবাদীগন আদালতের নির্দেশনা অমান্য করে বসবাস করছে। এ বিষয়টি আদালতেকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আদালত যে নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়ন করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)