রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিন-সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার ওসি জানতে পারেন, মহানগরীর অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি পিস্তল ও ম্যাগাজিন পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃতে এসআই গোলাম রসুল ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)