নওগাঁর মান্দায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার রাত আটটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকার মিলনের ইটভাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—মান্দা উপজেলার গণেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)।
আহত চারজন—আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই বন্ধু। আড্ডা দিতে সতীহাট এলাকা থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে বেপরোয়া গতির কারণে তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)