
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৭গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার রাত সারে ১০ টার দিকে সলঙ্গা থানার ভেংড়ি এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন , নগত ৪,৭০০ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৫) ও একই জেলার গোদাগাড়ী থানার মাদারিপুর গ্রামের মৃত সমিরুদ্দিন শাহ্র ছেলে বাবুল শাহ্ (৬০)। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১২ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , আসামিরা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকাশহর ও বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)