
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান নকীব (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ১১ টায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নকীবের মৃত্যু হয়। নকিব আল ফারুক একাডেমির ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার পিতার নাম শাহনেওয়াজ রুবেল। নকীব সদর উপজেলার ২ নন্দনপুর, ৮ নং এওজবালিয়া ইউনিয়নের পাতাপোড়া দরবেশ বাড়ির বাসিন্দা।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে নকীবের মৃত্যু হওয়া বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ জমা হয়নি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)