বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ধানের শীষের পক্ষে প্রচারনা উপলক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার আগে শহরের হোসেনপুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সভাপতি সেলিম রেজা ভুইয়া ও সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি রুমানা মাহমুদ নারী-পুরুষ ও তরুন প্রজন্ম সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি ঘোষিত ৩১ বাস্তবায়ন হলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এতে পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, সদরের আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আপনাদের কারো ভাই, কারো দাদা ও কারো নানা। তিনি বিগত সময়ে সিরাজগঞ্জের জন্য কতটুকু উন্নয়ন করেছেন-তা আপনারাই ভাল জানেন। তাই যোগ্য প্রার্থী হিসেবে টুকু ভাইয়ের মার্কা ধানের শীষকে ভোট দিবেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)