সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের পক্ষে প্রচারনা মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যার আগে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সেলিম রেজা বলেন, আওয়ামীলীগ অধ্যুষিত কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পরিবর্তন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয় করতে হবে।
তিনি বলেন, নদীভাঙ্গন কবলিত কাজিপুরে উন্নয়নের নামে আওয়ামীলীগ এতোদিন শুধু লুটপাট করেছে। কাজিপুরের মানুষের নিজ উপজেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। নারী-পুরুষ অধিকাংশ মানুষ তাদের ছোট ছোট মেয়েকে বাড়ীতে রেখে ঢাকায় গার্মেন্টস কাজ করছে। এতে শিশুরা ঝড়ে পড়ছে। বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কাজিপুরে কর্মসংস্থান এবং পুরুষদের বেকারত্ব দুর করা হবে। এছাড়াও কাজিপুরকে নদীভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশ্যে বলেন, বিগত ১৬ বছর রাজনীতির মাঠে থেকেছি। দু:সময়ে দলের কর্মীদের পাশে থেকেছি। জেল-জুলুম খেটেছি। প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যকটি প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। আওয়ামীলীগের হামলায় নেতাকর্মীসহ আমরা নির্যাতিত হয়েছি। আশা করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্লিন ইমেজ, জনপ্রিয়তা, ত্যাগ, সততা ও স্বচ্ছতা ও কর্মীবান্ধব দেখে কাজিপুর আসনে মনোনয়ন দিবেন।
সমাবেশ ও মিছিল সোনামুখী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)