দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনার পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি আরোপ কার্যকর হয়েছে।
ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাক সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল, বাংলাদেশ সীমান্ত ও অন্যান্য সংবেদনশীল চেকপয়েন্টগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে আরও নজরদারি টহল ও টীম মোতায়েনের।
এছাড়া সীমান্ত এলাকায় পরিচয় যাচাই, সন্দেহভাজন বন্দোবস্ত ও কুকুর স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অন্তত দশজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুরো ভারতেই সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের সব থেকে কাছের হাসপাতালে অন্তত ৩০ জন আহতের চিকিৎসা চলছে। দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানিয়েছেন, একটি হুন্ডাই আই-টুয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে তিনজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতোটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। একজন বলেন, বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি দোকানের মালিক বলেন, বিস্ফোরণের পরে তিনি তিনবার পড়ে যান।
দেশটির ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে লালকেল্লার কাছের বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, বিবিসি
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)