সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের প্রচারনায় বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইজবাড়ী হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, আমরা সকলেই ধানের শীষের লোক। আমরা দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সৈনিক। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করতে হবে। তবে আমি শতভাগ আশাবাদী বিগত সময়ে দলের কর্মকান্ড, হামলা-মামলা, আন্দোলনের সংগ্রামের ভুমিকা বিবেচনায় নিয়ে দল আমাকেই মনোনয়ন দিবেন। যদি কোনক্রমে আমি মনোয়ন বঞ্চিত হই তারপরেই বিগত ১৬ বছরে যেমন আমি আপনাদের পাশে ছিলাম আগামীতেও একইভাবে আপনাদের পাশে থাকব- ইনশাআল্লাহ। সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। সমাবেশ পুর্বে ধানের শীষের প্রচারনায় এলাকায় মিছিল করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)