
সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র কমিটির প্রতিনিধিদের নির্বাচনী প্রশিক্ষণ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম।
এসময় প্রধান অতিথি এমপি পদপ্রার্থী আলী আলম নিজেকে ছাত্রদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অমৃত্য বেলকুচি ও চৌহালীবাসীর সেবায় নিজের বাকী জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সকল ছাত্র প্রতিনিধিদের সমর্থন,দু'আ ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
কর্মশালায় বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আব্দুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেন রবিন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)