
সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ীতে সিমেন্ট বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত চার চাকার একটি নছিমন বাঘাবাড়ি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের রেলিং ভেঙে নছিমনসহ চালক খাদে পড়ে ঘটনাস্থলেই চালক আউলিয়া প্রামানিক (২৫) নিহত হয়েছেন। নছিমনে থাকা আউলিয়ার পিতা আলম প্রামানিক (৪৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাবাড়ি উত্তরপাশে পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নছিমন চালক আউলিয়া তার পিতা আলম প্রামানিককে সাথে নিয়ে সিমেন্ট বোঝাই নছিমনটি বুধবার সন্ধ্যায় পাবনার বেড়া থেকে শাহজাদপুরে যাচ্ছিল। এ সময় বাঘাবাড়ি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সিমেন্ট বোঝাই নছিমনটি দ্রুতগতিতে ব্রিজ পাড় হয়ে উত্তর দিকে আসা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পুর্ব দিকে খাদে পড়ে যায়।
এ সময় নছিমন চালক আউলিয়া ঘটনা স্থলেই নিহত হন। নছিমনে সাথে থাকা আউলিয়ার পিতা আলম প্রামানিকও গুরুতর আহত হন। দুর্ঘটনায় নিহত আউলিয়ার বাড়ি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)