
সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহাকারী প্রধানদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ব্যাংক হল রুমে এই প্রকল্পের ৮৭টি গ্রামের প্রায় সাড়ে তিনশ টিম লিডার এতে অংশ নেন।
ব্যাংকের এ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বেলকুচি শাখা প্রধান ফরিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: তানিয়া সরকার, ব্যাংকের বগুড়া জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তমিজুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাই হয়েছে মানবতার কল্যানে। সমাজের কল্যানের জন্য পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু পালন, স্বাবলম্বী হতে ক্ষুদ্র ঋণ প্রদান সহ নানা অর্থনৈতিক দিক নিয়ে কাজ করে যাচ্ছে। তৃণমুলের মানুষের মধ্য কল্যানমূখী কর্মকান্ডের প্রচারনা ও কাজ জারি রাখতে কেন্দ্র প্রধানদের ভূমিকা রাখতে হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)