সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার কোরবানির পশু হাটে বিক্রি হবে বাহুবালী। দেখছে লাল রঙের এই বিশাল আকৃতির গরুটির ওজন ৩০ মন। গরুর মালিক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পূর্বদেলুয়া গ্রামের আব্দুল আজীজ, এবার কোরবানির পশু হাটে বাহুবালী কে বিক্রি করতে চান ১২ লাখ টাকা। তিনি পেশায় একজন কৃষক। শখ করে পশু পালন করেন। ছোট বেলা থেকেই এভাবে পালন করে এসেছেন। এতো বড় গরু কখনো পালন করেননি এর আগে। এজন্য বাহুবলী প্রতি তার বেড়ে গেছে মায়া। নামটা তিনি নিজেই রেখেছেন। নিজের সংসার চালাতে হিমসিম খেলেও বিশাল আকৃতির এই গরুটির খাবার যোগান দিয়ে যাচ্ছেন। গত ৩ বছর মায়া-মমতায় গরুটি লালনপালন করেছেন। এই ৩ বছরে গরু এবং আব্দুল আজিজের পরিবারের মধ্যে সক্ষতা গড়ে উঠেছে।
গরুর মালিক আব্দুল আজিজ জানান গত দুই তিন বছর গরুর প্রতি মায়ায় বিক্রি করেনি। নিজেদের সংসার চালাতে হিমশিম খেলেও, বাহুবলীকে খাবার যোগান দিয়েছে। কিন্তু এই যোগান আর দিতে পারছে না। তাছড়া অনেক টাকাই আটকে আছে বাহুবলীতে। এবার আর চাচ্ছে না ধরে রাখতে। বাহুবলীর টাকা দিয়ে সংসারে নতুন কিছু করবে বলে মনে করেন।এছাড়াও এতো দামী গরু কিভাবে বিক্রি করবো সেই টেনশনে আছি। একজন বলল ভালো নাম রাখলে নাকি গরু বিক্রি হয়। তাই নাম রেখেছি বাহুবলী।