সিরাজগঞ্জে তাঁতী সমিতির সদস্যদের মাঝে ৩ কোটি ২১ লাখ ৩৯ হাজার টাকার ২ লাখ ৪৮ হাজার ২০৪ কেজি সুল্ক মুক্ত সুতা ও বিতরণ করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। রবিবার দুপুরে শহরের মালশাপাড়া এলাকায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রাথমিক তাঁতী সমিতির তাঁতীদের মাঝে এসুতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে তাঁতীদের মাঝে এ সুতা বিতরণ করেন।
এসময় তাঁত বোর্ডের চেয়ারম্যা ও অতিরিক্ত সচিব রেজাউল করিম প্রান্তিক তাঁতীদের উদ্দেশ্যে বলেন, বিনা শুল্কে সরকার আপনাদের সুতা ও কেমিক্যালস দিয়ে সহয়যোগিতা করছে। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদেরও ভুমিকা রাখতে হবে। তিনি পর্যায় ক্রমে সিরাজগঞ্জের ক্ষতি গ্রস্থ সকল তাঁতীদের সরকারি সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন। এসময় তিনি তাঁতীদের সহযোগিতার বদলে তাঁত বোর্ডের কোন কর্মকর্তা ও কর্মচারির কোন প্রকার গাফিলতি পেলে কঠোর হস্থে দমনেরও হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মো: ইউসুব আলী, তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক কামনাশীষ দাস, সহকারী কমিশনার ভুমি আবু বকর সিদ্দিক,সিরাজগঞ্জ তাঁত বোর্ড বেসিক সেন্টারের লিয়াজো কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, রাজস্ব কর্মকর্তা মো: জসিম উদ্দিন , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, জাতীয় তাতী সমিতির সভাপতি মো: মনোয়ার হোসেন,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির পরিচালক জাহিদুল ইসলাম, বেলকুচি ভাঙ্গাবাড়ী প্রাথমিক তাতী সমিতির সভাপতি হযরত আলী, সয়দাবাদ তাতী সমিতির সভাপতি ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।