সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা মুল্যের বিভিন্ন জাতের কোরবানীর গরু মিলছে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের এআরএস ফার্মে। হাটে নয় অনলাইনেই মাধ্যমেই এসব বিক্রি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। ফার্মের নিজস্ব ফেসবুক পেজ অজঝ ভধৎসং-এ বিভিন্ন সাইজের গবাদি পশুর ওজনসহ বিস্তারিত তথ্য দেয়া রয়েছে। গ্রাহকরা পেজে অর্ডার করলে ঢাকাসহ আশপাশের জেলায় ফ্রি ডেলিভারীর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ফার্মের পরিচালক আরিফুল ইসলাম আরিফ জানান, তার ফার্মে বিভিন্ন জাতের ১৬৫টি গরু রয়েছে। গরুগুলো সম্পুর্ন দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা হয়েছে। এ বছর সব গরুই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেখা যায় হাটে গরু নিলে বাড়তি খরচসহ নানা ঝামেলায় পড়তে হয়। একারণে ফেসবুক পেজে সব গরুর ওজনসহ সবধরনের তথ্য দিয়ে ছবি আপলোড দেয়া হয়েছে। গ্রাহকরা পছন্দ করলে অর্ডার অনুযায়ী হোম ডেলিভারী দেয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু গরুর অর্ডার পাওয়া গেছে। তিনি আরো জানান, এ বছর গরু লালন পালন করতেও বেশী খরচ হয়েছে। সবকিছু বিবেচনা করে গ্রাহকদের সাধ ও সাধ্যের কথা চিন্তা করে গরুর মুল্য নির্ধারন করা হয়েছে।