সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বাজারে ঔষধের দাম বেশী নেয়ায় বাড়িতে ‘বোমা সাদৃশ্ বস্তু’ রেখে প্রতিবেশি দু’বিদ্যুত মিস্ত্রি ভয় দেখান ব্যবসায়ী শিক্ষক আব্দুল গফুরকে। পুলিশি অভিযানে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বুধবার দুপুরে এমন তথ্য দিয়েছে। এনায়েতপুরের গোপরেখী গ্রামের অধিবাসি গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিব ও সাব্বির হোসেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ধারায় মামলা হয়েছে।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এনায়েতপুরের ওসি আনিছুর রহমান জানান,শাহজাদপুর ঘোড়শাল সাহিত্যিক বরকতউল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোপরেখী গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের মালিকাধীন ঔষধের দোকান রয়েছে।
বেতিল বাজারের ঔষধের দোকান থেকে ক’দিন আগে ঔষধ কেনে হাবিব। ঔষধের দাম বেশী নেবার কারনে উভয়ের মধ্যে বাগ-বিতন্ডতাও বাঁধে।
ওই ঘটনার জেরে সংক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী শিক্ষক গফুরকে শায়েস্তা করতেই তার বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু রেখে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে হাবিব ও সহযোগী সাব্বির। তারা ইউটিউব দেখে বোমার আদলে ওই বস্তুটি তৈরী করে। এদিকে মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রোববার রাতে অপরাধীরা শিক্ষকের বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু রাখায় তার পরিবারসহ পুরো এলাকাবাসি আতঙ্কে পড়েন। সোমবার রাতে ঢাকা থেকে র্যাবের মেজর মশিউর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয় দল বস্তুটি উদ্ধার করেন।