
অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনোয়ার হোসেন জেলার তাড়াশ উপজেলার রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চ্চা শিক্ষক ও তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সুত্রে জানা যায়, শামীমা জাহানের স্বামী মনোয়ার হোসেনের সাথে খুঁটিগাছা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া খাতুনের (১৬) প্রেমের সম্পর্ক চলে আসছিল। বেশ কিছুদিন ধরে স্বামীর সন্ধান পাচ্ছিলেন না শামীমা। পরে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে ভিত্তিতে আব্দুস সালামের বাড়িতে গিয়ে মনোয়ার হোসেনকে সাদিয়ার সাথে একই কক্ষে দেখতে পান শামীমা জাহান। এ সময় তিনি তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে মনোয়ার ও সাদিয়ার পরিবারের লোকজন তাকে গালিগালাজ করেন বাড়ি থেকে বের করে দেন।
এ বিষয়ে শামীমা জাহান বলেন, আমার স্বামী ইতিপূর্বেও তার নিজ স্কুলের এক ছাত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আমি নিজেও স্কুল শিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু কোন কাজ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার স্বামীর সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মনোয়ার হোসেনের নিকট বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)