শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

ধর্ষন মামলা তুলে নিতে বাদীর পরিবারের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোডে মাদ্রাসা ছাত্রী ধর্ষন মামলা তুলে নিতে মামলার বাদী ও তার পরিবারের উপর হামলা চালানো অভিযোগ পাওয়া গেছে। হামলায় মামলার বাদী তরিকুল ইসলাম ও তার মা জয়নব বেগম গুরুতর আহত হয়েছেন।

আহত জয়নব বেগমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার বাদী তরিকুল ইসলাম বলেন, আমার ছোট বোন জান্নাত আরা তাইয়েবা শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রসার ৬ষ্ট শ্রেণীতে পড়া লেখা করে। মাদ্রসায় যাওয়া আসার পথে সয়াগোবিন্দ ভাসানী রোডে ফকির চাঁনের ছেলে রাব্বী, রতনের ছেলে আনোয়ার হোসেন কু প্রস্তাব দেয়। বিষয়টি তাদের পরিবারকে অবগত করার পরও কোন কাজ হয়নি। এমতবস্থায় গত ১৪ জুন রাব্বী ও আনোয়ার আমার বোনকে ফুসলিয়ে সয়াগোবিন্দ প্রামানিকপাড়া খোদের শেখের বাড়িতে নিয়ে যায়। এখানে রাব্বী আমার বোনকে জোর পূর্বক ধর্ষন করে। একাজে রাব্বীকে সহযোগিতা করে আনোয়ার হোসেন ও তার বোন মাসুদা বেগম। এঘটনায় মামলা দায়ের পর থেকে আসামীর পরিবার মামলা তুলে নিতে হুমকী দেয়।
তিনি আরো বলেন,
গতকাল সোমবার ধর্ষন মামলার আসামীদের পরিবারের লোকজন ও আত্নীয় স্বজনরা আমরা বাড়িতে হামলা করে। এসময় আমি ও আমার মা বাধা দিলে তারা আমাদের মার পিট করে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে আমার মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ৫ জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার অপারেশন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, ধর্ষন মামলায় ইতিমধ্যে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir