শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

মুক্তি পেলো মোহনা নিশাদ ইউটিউব চ্যানেলে প্রথম গান ‘তুই তো আমার ছিলি’

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: / ৩৯৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৫:০৭ অপরাহ্ন


মেরিডিয়ান চ্যানেল আই এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে ‘এক মুঠো স্বপ্ন’ গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি। আর এই শিল্পী তার নিজের চ্যানেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রথম গান ‘তুই তো আমার ছিলি’ মুক্তি দিয়েছেন । নতুন গান প্রকাশ করেছেন মোহনা নিশাদ এবং সামজ ভাইয়ের গাওয়া । গানটির মিউজিক ভিডিও, যা 6 জুলাই প্রকাশিত হয়েছিল, সোমবার (১৮ জুলাই) পর্যন্ত ৩৭ হাজার এরও বেশি ভিউ পেয়েছে। গানটি লিখেছেন রিপন মাহমুদ, সুর ও সংগীত করেছেন রোহান রাজ, ডিওপি-আরআই বাদশা এবং প্রযোজনা করেছেন সাজিদ।


মোহনা বলেন , “আমি গত জুনে আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম। একজন আত্মপ্রকাশকারী হিসেবে, গানটি যে সাড়া পেয়েছে, সব বয়সের সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমি খুশি। সবাইকে মিউজিক ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার পরবর্তী গান “বাবা” আসছে ১৯ জুলাই। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ, সুর করেছেন রোহান রাজ। আশা করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।”


ভিডিও লিঙ্ক নিচে দেয়া হলো :https://www.youtube.com/watch?v=1hF1hBBIW64


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir