
ঐহিত্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সলঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক করতোয়ার সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী সভাপতি,দৈনিক দিনকালের সলঙ্গা প্রতিনিধি এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও দৈনিক কলম সৈনিকের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ- সভাপতি রফিকুল ইসলাম মিয়া (দৈনিক আজকালের খবর),শাহ আলী জয়( দৈনিক কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শওকত( দুর্জয় বাংলাদেশ), সেখ রফিকুল ইসলাম(দৈনিক সিরাজগঞ্জ বার্তা), অর্থ ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম স্বপন (বাংলাদেশ সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন সরকার (চ্যানেল এস) , সাহিত্য ও পাঠাগার সম্পাদক রেজাউল করিম (আমার সংবাদ) ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক সোহেল রানাকে নির্বাচিত হয়েছেন। এদিকে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সলঙ্গার বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)