দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে এক গৃহবধূ নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সুবর্ণখুলী গ্রামের আজিমউদ্দিন শাহ্ পাড়ার আবু হাসানের স্ত্রী এক সন্তানের জননী রেজিনা খাতুন (২৫) এ ঘটনায় নিহত হন।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর বাড়িতেই রেজিনা খাতুন নিজ শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পরে যান৷ এরপর বাড়ির লোকজন দ্রুত সময়ের মধ্যে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, এ ধরনের মৃত্যু কাম্য নয়। তাই বিদ্যুতের ব্যবহারে সকলকে সচেতন হতে হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)