সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুরে আওয়ামী সন্ত্রাসীরা খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ প্রতিবন্ধীকতাকে হারিয়ে তাড়াশে জাহিদুল পেলেন জাতীয় যুব পুরুস্কার গুলিতে নষ্ট রেটিনা দৃষ্টি শক্তি ফিরে পাননি তাড়াশের আমিনুল পাবনা প্রেসক্লাব সদস্য শফি আহমেদ, স ম সাজেদুর রহমান ও আব্দুল হামিদ খান সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন বিমান বাহিনী সদস্য মালেক মাসুদ নিখোঁজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশ ইন্টারনেটের যে জগৎ মানুষের ঈমান ধ্বংস করে সাইফউদ্দিন জাদুতে সেমিফাইনালে বাংলাদেশ যে কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশ

তাড়াশে সুদের পাওনা টাকা কেন্দ্র করে মারপিটে কৃষক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৫:৪২ পূর্বাহ্ন


সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দে দুপক্ষের মারামারিতে গোলবার হোসেন (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) সন্ধা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়ে নিহতের ছেলে শাকিল আহমেদ(৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, মারধরে আহত গোলবার হোসেনকে বগুড়া চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।

নিহত গোলবার হোসেনের ভাই আব্দুল মজিদ জানান,একই গ্রামের প্রতিবেশি মোঃ দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের কাছে থেকে গোলবার হোসেন ৫মণ ধান গত অগ্রায়ন মাসে ধার নেন। পরবর্তীতে ধানের টাকা ফেরত দিতে দেরি হলে তাদের কাছে সুদসহ ফেরত দেয়ার জন্য সময় নেন গোলবার। এ নিয়ে কিছুদিন পুর্বে গোলবার ৫মণ ধানের মুল্যে হিসেবে ৭ হাজার টাকা পরিশোধ করেন। কিন্ত সুদের টাকা দিতে না পারায় কোরবানীর ঈদের দুদিন পুর্বে পারিবারিকভাবে একটা ঝগড়া হয়।

এ নিয়ে গত মঙ্গলবার (১৯জুলাই) শালিশ হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার হোসেন (৫৫) ও তার ছেলে মোঃ আল আমিন (৩০), মোঃ আলমগীর হোসেন (২২), মোঃ আশরাফুল ইসলাম (২০) এবং ইসলাম আলীর ছেলে রুবেল আহমেদ শালিশ অমান্য করে লাঠিসোটা নিয়ে বুধবার সন্ধ্যায় গোলবার হোসেনের ছেলে শাকিলকে আড়ংগাইল বড় বাজারে তার চা ষ্টলে দেখতে পেয়ে মারপিট শুরু করে। তখন শাকিলের বাবা গোলবার ও চাচা মজিদ আগাইতে গেলে গোলবারকেও মারপিট করে। এন সময় তারা প্রান বাচানোর জন্য পাশের রবিউল করিমের দোকানে গেলে সেখানে গিয়ে গোলবার ও শাকিলকে বেধরক মারপিট করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। পরে স্থানীয়রা গোলবার হোসেন ও তার ছেলে শাকিল আহমেদকে গুরুত্ব আহতবস্থায় উদ্ধার করে তাড়াশ হাসপাতালে প্রেরন করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: এ এস এম রাকিবুল হাসান জানান, মাধরধরের শিকার গোলবার হোসেন ও তার ছেলে শাকিলকে হাসপাতালে নিয়ে এলে গোলবার হোসেনকে বগুড়া রেফার্ড করা হয়। আর শাকিলকে তাড়াশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, রাতে মরদেহ উদ্ধার কা হয়েছে। মরদেহটি সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir