
সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্যকে ট্রান্সমিটারের কয়েল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সলঙ্গা থানার এসআই (নিরস্ত্র) ব্রজেস্বর বর্মনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সলঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ-২১/১১/২৫ খ্রি:, জিআর মামলা-২৭৩ এর সূত্র ধরে হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যপাড়া (সিআরবিসি) এলাকায় চক্রের মূলহোতা বাকিরুল ইসলাম রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ট্রান্সমিটারের ২৫ কেজি কাটা কয়েল, চুরির কাজে ব্যবহৃত একটি ভেল্ড কাটার, দুইটি গ্রাইন্ডিং মেশিন, একটি বগার রেঞ্চ, একটি হ্যাক্স ফ্রেম, ছয়টি হ্যাক্সা ব্লেড, একটি অটো রেঞ্চ, একটি পুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সলঙ্গা থানার চড়িয়া শিকার মধ্যপাড়ার দেলবার হোসেনের ছেল বাকিরুল ইসলাম রাকিব (৩২), চরিয়া কালিবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রন্জিত হোসেন (২৩), চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের কাদের আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (২৭) ও দিয়ারপাড়া গোজার কাদের মন্ডলের ছেলে আতাব উদ্দিনের মোঃ আলাউদ্দিন (২৫)।
এসআই ব্রজেস্বর বর্মন জানান, গত ১৪ নভেম্বর গভীর রাতে বেতুয়া গ্রামে সেচ পাম্পের ড্রেন মাস্টার শাহ আলমের হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে কৃষকরা মাঠে এসে শাহ আলমের চিৎকার শুনে তাকে উদ্ধার করে ও ট্রান্সফরমারের খোলস দেখতে পায়। এ ঘটনায় আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই চোর চক্রটি সিএনজি ব্যবহার করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)