সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩১ জুলাই)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি অফিসের হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি চৌহালী থেকে নির্বাচত সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গণ সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা উপজেলার মুকুন্দগাতীর যানজট নিরোসন,বালু উত্তলোন,বিদুৎ বিলের অসামাঞ্জস্য সহ আইনশৃঙ্খলা বিষয়ক নানাদিক তুলে ধরেন এবং এর সংশ্লিষ্ট বিষয়ে সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।