সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রত্যন্ত পল্লীতে ফুটবল খেলার প্রস্তুতিকালে ইউসুফ আলী নামের এক যুবক ফুটবল চাইতে গেলে তাকে ফুটবল না দিয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মাথা দ্বিখন্ডিত করে দিয়েছে মাসুদ রানা নামের আরেক যুবক। দ্বিখন্ডিত ওই মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও হাতুড়ি দিয়ে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এতে ওই যুবকের মাথায় প্রচুর রক্তক্ষণ ও শারীরিক আঘাতের ফলে এখনো তার স্মৃতি শক্তি ফিরে আসেনি।
নিষ্ঠুরতম এঘটনাটি ঘটেছে গত ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের দক্ষিণপাড়ায়।
অভিযোগ সুত্রে জানাগেছে,গত (২১ জুলাই ২০২২) বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐলখোলা গ্রামের দক্ষিনপাড়ায় যুবক ও তরুণরা মিলে গ্রামের ফসলি পতিত জমিতে ফুটবল খেলার আয়োজন করে। এতে ওই গ্রামের এক ব্যক্তি তাদেরকে উৎসাহিত করার জন্য একটি ফুটবল উপহার দেয়। উপহারের ওই ফুটবলটি রাখা ছিল ওমর আলী শেখ এর ছেলে মাসুদ রানার কাছে । কিন্তু খেলার প্রস্তুতিকালে ফুটবলটি মাঠে না সরবরাহ করায় ইউসুফ আলী গিয়ে সেই ফুটবলটি মাসুদ রানার নিকট চায়। এতে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাতুড়ী দিয়ে ইউসুফ আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাথা দ্বিখন্ডিত হয়ে ইউসুফ আলী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাবেগতিক দেখে তাৎক্ষনিকভাবে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
সেখানে তার কপালের উপরাংশ থেকে ঘাঁড় পর্যন্ত মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে মৃত্যুর সন্ধিক্ষণে থাকা যুবক ইউসুফ আলীকে নিয়ে তার স্বজনরা ঢাকায় চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে গত ২৪ জুলাই ২২ মাসুদ রানার নেতৃত্বে একদল সংঘবদ্ধ যুবক এসে ইউসুফ আলীর বাড়ীতে অতর্কিত হামলা চালায় ও বাড়ীতে থাকা নারী ও শিশুদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেখায়। এসময় আহত যুবক ইউসুফ আলীর স্ত্রী প্রতিবাদ মুখর হয়ে ওঠায় মাসুদ রানাসহ তিন যুবক ইউসুফ আলীর স্ত্রীকে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার আত্নচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে গত ২৬ জুলাই ২০২২ তারিখে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ আদালতে মাসুদ রানা,আব্দুস ছালাম ও মেহেদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরদিকে হত্যার উদ্দেশ্যে ইউসুফ আলীর মাথায় আঘাত করার ঘটনায় কোর্টে মামলা করার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে।
এদিকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।