ঢাকা সিটি করপোরেশন’র আয়োজনে বার্ষিক “মিস্টার ঢাকা – ২০২২” বডি বিল্ডার প্রতিযোগিতায় সিরাজগঞ্জের, তাড়াশ উপজেলার সন্তান কে. এম. আতিকুর রহমান রাজীব ৩য় (তৃতীয়) স্থান অর্জন করেছেন।
“মিঃ ঢাকা-২০২২” প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী মিঃ রাজিব এর সাথে একান্ত সাক্ষাতকারে জানা য়ায় – মিঃ রাজিব “নিউ ফ্যামাস জিম”, মিরপুর, ঢাকা’র সদস্য। গত তিন বৎসর যাবৎ তিনি বডি-বিল্ডিং কসরত-এ রুটিন ঘাম ঝড়াচ্ছেন এবং নিউ ফ্যামাস জিম’র সদস্য হিসেবেই তিনি উক্ত বডি বিল্ডার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। ২৯-৩০-৩১ জুলাই, তিনদিন ব্যাপী প্রতিযোগীতায় বেশ কয়েকটি ইভেন্টে অংশ গ্রহনের পর চুড়ান্ত পর্বে “মিঃ ঢাকা-৩” নির্বাচিত হোন। আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য “মিঃ বাংলাদেশ – ২০২২” চুড়ান্ত পর্বে সম্মান জনক অবস্থান অর্জন করা তার একান্ত লক্ষ্য – এমনটাই জানান রাজীব সাহেব।
“মিঃ ঢাকা-৩” কে. এম. আতিকুর রহমান রাজিব তাড়াশ পৌর-সদরের মাদ্রাসা পাড়া নিবাসী কে. এম. আনিছুর রহমান ও মোছাঃ রোকেয়া খাতুনের প্রথম সন্তান। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শহিদুল ইসলাম এবং দ্বিতীয় হোন সাহেদ আলী।