সিরাজগঞ্জ বেলকুচি থানার নবাগত ওসি তাজমিলুর রহমানের সাথে মঙ্গবার (০২ আগষ্ট) বিকালে বেলকুচি উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি থানা পুলিশের আয়োজনে ওসির কক্ষে মতবিনিময় কালে নবাগত ওসি তাজমিলুর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও অপরাধ তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা। তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, আবু মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, ফারুক সরকার প্রমূখ।