বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ।
শুক্রবার(৫আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ । পরে জুম্বার নামাজ শেষে শেখ কামালের জন্য উপজেলার বিভিন্ন মসজীদ, মন্দির,গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পূস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আব্দুল আজিজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত ঘোষ ,সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু,খলিলুর, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ,দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ।