মোঃশফিকুল ইসলাম , কাজিপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারি ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি ২৩ ) উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার । বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলা উদ্দিন।
অনুষ্ঠানে আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, এ সময় তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন হচ্ছে, তাদের দারিদ্রতা হ্রাস পেয়েছে।তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ভোগী যেমন বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ভোগী পরিবারদের উদ্দেশ্যে বলেন কোন ভাবেই আপনারদের পিন নম্বর কাউকে দিবেন না। বর্তমানে একটি কুচক্রী মহল বিভিন্ন অজুহাতে ভাতাভোগীদের কাছে লোভ দেখিয়ে নগদ হিসাব নম্বরের পাশওর্য়াড তথা পিন নম্বর নিয়ে টাকা তুলে নিচ্ছে।এতে বিভিন্ন ভাতা ভোগীরা টাকা পাচ্ছে না, হয়রানির শিকার হতে হচ্ছে ।টাকা যাচ্ছে কুচক্রী মহলের হাতে। তাই তাদের হাত থেকে রক্ষা পেতে হলে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। কেউ এ ধরনের হেনস্তার শিকার হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন অথবা সমাজ সেবা কার্যালয়কে অবগত করবেন। আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা দিয়ে আয়বর্ধনমুলুক কর্মকান্ড করার আহব্বান জানান তিনি।
আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মনিরুল ইসলাম মনির, মুহাম্মদ মতিয়ার রহমান।উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম,কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম সরকার , দি ফেন্ড্রস এসোসিয়েশন চালিতাডাংগার উপদেষ্টা সদস্য শফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন সংস্থা বেলতৈল এর ম্যানেজার রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজারসহ সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী আবু বক্কার, নুরুল ইসলাম, আঃ মান্নান ও ফরিদা পারভীন।
প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি / সম্পাদক, গ্রামের ঋণ কর্মসূচি দলনেতা/ দলপ্রতি, বিভিন্ন ভাতা ভোগী প্রোগ্রামের প্রতিনিধি ও শিক্ষা উপবৃত্তি সদস্য বৃন্দ।