সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

গুলশানে উদ্ধারকাজে সেনাবাহিনী

রিপোর্টারের নাম / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:১৫ পূর্বাহ্ন

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় উদ্ধারকাজে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগেই উদ্ধারকাজে যোগ দেয় বাংলাদেশ বিমানবাহিনী।

আইএসপিআরের পরিচালক লে. কর্ণেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমানে বিমান বাহিনী ও সেনাবাহিনীর দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে সরেজমিনে থাকা বাংলা ট্রিবিউনের প্রতিবেদকরা জানিয়েছেন, আগুন অনেকটাই কমে এসেছে। উদ্ধারকর্মীদের মধ্যে কোনও উদ্বেগ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে না। ৭ তলা থেকে ১২ তলা পর্যন্ত আগুন নেই। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ২-৩টি টিম ভবনের ৭ তলায় অবস্থান করছেন। আগুন নিভিয়ে তারা উদ্ধার কাজ শুরু করেছেন।

নিচে অনেকেই জানাচ্ছিলেন, ভেতরে অনেকে আটকে পড়েছেন। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। তারা জানালার কাচ ভেঙে দিচ্ছেন। এতে ধোঁয়া বের হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir