পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।
ফ্যামিলি কার্ডধারীদের কাছে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল বুধবার টিসিবির আঞ্চলিক কার্যালয় ঢাকার যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি করা হবে।
অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি করে খেজুর কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টিসিবির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, টিসিবি ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন তিনটি গুদামের মধ্যে ২৩০ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত গুদামের ৯ নম্বর শেডে ৭ মার্চ রাত সাড়ে ১১টায় টিনের চালের পূর্ব পাশে ধোঁয়া দেখা যায়।
তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এসে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে টিসিবি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)