আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালে গত মঙ্গলবার সাবেক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী আকন্দ সহ নেতাদের মারধর ও রাজাপুর ইউনিয়ন কার্যালয় ভাংচুরের ঘটনায় দুইটি মামলা হয়েছে।
দলের নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুধবার (২২মার্চ) বেলকুচি থানায় একটি মামলা করেন,একই দিনে মোহাম্মদ আলীর স্ত্রী রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর তাঁর কার্যালয় ভাঙচুর, ফাইলপত্র তছনছ ও লুটের অভিযোগ এনে আরেকটি মামলা করেন।দুটি মামলাতেই স্থানীয় সংসদ মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস)সেলিম সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি,সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত হাবিব,পৌর ছাত্রলীগের আক্তার হামিদসহ ৩৮ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
মামলা বিষয়টি বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন নিশ্চিত করেছেে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,মঙ্গলবার রাজাপুর উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট ছিনতাই ও ইউপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা,আ’লীগের নেতা মোহাম্মদ আলী আকন্দ,চেয়ারম্যান সোনিয়া সবুরসহ তাদের সহযোগীদের মারধর করে,নির্বাচনের প্রার্থী বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির নির্দেশে হাবিবে মিল্লাত ও আকতার হামিদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মারধর ও ভাঙচুর লুটপাটে অংশ নেয়।