শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম / ২৪৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে সরকারের কৃষি বিভাগ। তারই ধারাবাহিকতায় কাজিপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় চলতি খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান বীজ, সার ও পাট বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, কৃষিকাজ ও কৃষকের সমৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা করে আসছে জননেত্রী শেখ হাসিনার সরকার।

২২ মার্চ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম (ভারপ্রাপ্ত কৃষি অফিসার) , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ প্রমূখ ।

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ১২ ইউনিয়নের ৫শ কৃষককে ৫ কেজি করে উফশী ধান, ১০ কেজি এমওপি, ও ১০ কেজি ডিওপি সার দেয়া হয় এবং ৪৪৬০জন কৃষককের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir